Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

ময়মনসসিংহ পৌরসভার বইমেলায় উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১, ৫ জানুয়ারি ২০১৮

আপডেট: ২১:২৯, ৫ জানুয়ারি ২০১৮

প্রিন্ট:

ময়মনসসিংহ পৌরসভার বইমেলায় উপচেপড়া ভিড়

ময়মনসিংহ : ইংরেজী নববর্ষের শুরুতে ও কনকনে শীতের আমেজের মধ্যে ছুটির দিনে ময়মনসিংহ পৌরসভার বই মেলায় সবধরণের দর্শণার্থীদের উপচেপড়া ভীড় দেখা গেছে।

বিক্রেতারা জানান তাদের বই বিক্রিও হয়েছে অনেক বেশী। ‘সুন্দর আগামীর জন্য বই’ এই শ্লোগান নিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামূল হক টিটু ও পৌর পরিষদের উদ্যোগে স্থানীয় টাউন হলে মাঠে ৪র্থবারের মতো ১০দিনব্যাপী বই মেলা শুরু হয় গত ২ জানুয়ারী।

আগামী ১১ জানুযারী পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার স্টলসমূহ খোলা থাকবে। মেলায় ঢাকা থেকে ৪৭টি এবং ময়মনসিংহের ৫টি প্রকাশনীর মোট ৫২টি স্টল রয়েছে।

নতুন প্রজন্মের জ্ঞান অন্বেষনে জাতীয় পর্যায়ের সেরা লেখক ও প্রকাশীনীর বই এই শেলা আয়োজনের মাধ্যমে হাতের নাগালে এনে দেয়ার জন্য ময়মনসিংহ পৌরসভার জনপ্রিয় মেয়র ইকরামূল হক টিটুর প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মেলায় আগত দর্শক ক্রেতারা। তারা এই মেলা প্রতি বছর আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি আহবান জানান।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer