Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ম্যানচেস্টার কনসার্টে সন্ত্রাসী হামলায় নিহত ১৯

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৬, ২৩ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ম্যানচেস্টার কনসার্টে সন্ত্রাসী হামলায় নিহত ১৯

ঢাকা : ব্রিটেনের ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ পুলিশ। বিস্ফোরণে ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

সোমবার, ২২ মে স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে নর্দান ইংলিশ সিটির এই শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে একটি বিকট আওয়াজ পায় সবাই। এরপর চিৎকার করে যে যেদিকে পারে দৌড়াতে থাকে। এসময় মেঝেতে অসংখ্য কোট ও মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় রেল নেটওয়ার্ক বিস্ফোরণের পর ম্যানচেস্টার ভিক্টোরিয়া স্টেশন ব্লক করে দিয়েছে, যেটি কনসার্ট ভেন্যুর খুব কাছে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer