Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মৌলভীবাজারের তিন রাজাকারের তদন্ত চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫১, ১৪ নভেম্বর ২০১৬

আপডেট: ১৫:০০, ১৪ নভেম্বর ২০১৬

প্রিন্ট:

মৌলভীবাজারের তিন রাজাকারের তদন্ত চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা

ঢাকা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার তিন রাজাকারের বিরুদ্ধে পাচঁটি অভিযোগে তদন্ত চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা।

সোমবার ধানমন্ডিস্থ সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ, অপহরণ, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আব্দুল মান্নান ওরফে মনাই মিয়া (৬৪), আব্দুল আজিজ ওরফে হাবুল (৬৪) ও আব্দুল মতিনের বিরুদ্ধে এ অভিযোগ চুড়ান্ত হয়।

সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান, জ্যেষ্ঠ সদস্য সানাউল হকসহ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

আব্দুল হান্নান খান বলেন, মৌলভীবাজারের এ তিন রাজাকারের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত হয়েছে। শিগগিরই প্রতিবেদনটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর দাখিল করা হবে। এ মামলাটি তদন্ত করেন তদন্ত সংস্থার সদস্য শাহজাহান কবির।

আসামিদের বিরুদ্ধে মোট দুটি অভিযোগ রয়েছে। তবে তদন্ত শেষ হলে এসব অভিযোগ বাড়তে পারে বলে ধারণা করছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer