Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মৌলভীবাজারে হিটস্ট্রোকে রেলশ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৬, ২২ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মৌলভীবাজারে হিটস্ট্রোকে রেলশ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে হিটস্ট্রোকে রেলপথ রক্ষণাবেক্ষণকারী (ওয়েম্যান) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে শমশেরনগর বড়চেগ এলাকায় রেলপথে কর্মরত থাকাকালীন সময়ে প্রচন্ড গরমে অসুস্থ্য হয়ে পড়লে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রেলপথ রক্ষণাবেক্ষণকারী (ওয়েম্যান) মিজানুর রহমান (২৫) প্রতিদিনের মতো রেলপথ সংস্কার কাজে যাওয়ার পর প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিজানুর রহমান শমশেরনগর রেলওয়ে কলোনীর মানিক মিয়ার ছেলে। তার নিজ গ্রামের বাড়ি চাঁদপুরে।

শমশেরনগর রেলওয়ে ষ্টেশন মাস্টার কবির আহমদ সত্যতা নিশ্চিত করে বলেন, রেলপথে কর্মরত অবস্থায় হিটস্ট্রোকে মারা গেছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক হারুনুর রশীদ জানান, গতকাল শনিবার কমলগঞ্জে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়ায়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer