Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মোস্তাফিজের স্ক্যান রিপোর্টে সন্তুষ্ট বিসিবি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৯, ১৬ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:২০, ১৭ নভেম্বর ২০১৬

প্রিন্ট:

মোস্তাফিজের স্ক্যান রিপোর্টে সন্তুষ্ট বিসিবি

ঢাকা : বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের এমআরআই রিপোর্টে সন্তোষজনক বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরি।

মোস্তাফিজের কাঁধের এমআরআই করানো হয়। পরে তার স্ক্যান রিপোর্টে ইতিবাচক ফল আসে।

মোস্তাফিজের চোট ধীরে ধীরে সেরে উঠছে এমনটি উল্লেখ করে দেবাশীষ চৌধুরী বলেন, স্ক্যানে ইতিবাচক ফল এসেছে। আমরা সন্তুষ্ট। কাঁদের চোট থেকে তিনি সেরে উঠছেন। চোট কাটিয়ে মাঠে ফিরলে মোস্তাফিজকে বোলিং অ্যাকশনে কোনো পরিবর্তন আনতে হবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি চিকিৎসক বলেন, এটা আসলে টেকনিক্যাল বিষয়। তবে আমি মনে করছি, শতভাগ সুস্থ হওয়ার পর কিছুদিন সময় লাগবে এটা বুঝতে।’

গত ১ নভেম্বর থেকে নেটে বোলিং শুরু করেছেন মোস্তাফিজ। সেদিন তিন ওভার বোলিং করেন তিনি। এরপর ৩ নভেম্বর দ্বিতীয় দিনে চার ওভার বোলিং করেন ‘কাটার মাস্টার।’ ইংল্যান্ডের মাটিতে কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে নেমে ইনজুরিতে পড়েন মোস্তাফিজ।

এরপর গত ১১ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করেন প্রখ্যাত সার্জন অ্যান্ডরু ওয়ালেস। অস্ত্রোপচারের পর বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চলে মোস্তাফিজের পুনর্বাসন। যদিও মোস্তাফিজকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে বলে জানান অ্যান্ড্রু ওয়ালেস।

কিন্তু বিসিবির প্রধান চিকিৎসক মনে করছেন, সবকিছু ঠিক থাকলে মোস্তাফিজের সেরে উঠতে পুরো ছয় মাস লাগবে না। সেক্ষেত্রে আসছে নিউজিল্যান্ড সফর দিয়েই মাঠে ফিরতে পারেন মোস্তাফিজ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer