Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

‘মোরা’ ভোর ৩টায় আঘাত হানতে পারে : যুক্তরাষ্ট্র নৌ-বাহিনী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৪, ২৯ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘মোরা’ ভোর ৩টায় আঘাত হানতে পারে : যুক্তরাষ্ট্র নৌ-বাহিনী

ঢাকা : বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ শক্তিশালী আকার ধারণ করে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৩টার দিকে আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন নৌ-বাহিনী ও বিমানবাহিনীর যৌথ ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ১০১ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‌‘মোরা’।

মার্কিন সামরিক বাহিনীর এ সতর্কতা কেন্দ্র বলছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৩টার দিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মোরা’র আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

তীব্র বেগে আছড়ে পড়া ‘মোরা’ আঘাতস্থলে স্থায়ী হতে পারে সর্বোচ্চ ১ মিনিট পর্যন্ত। তবে ঝড়ের গতিবেগ এর চেয়েও বেশি হতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer