Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

মোবাইলের নেট ডাউনলোড গতি কমেছে বাংলাদেশে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ১৩ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মোবাইলের নেট ডাউনলোড গতি কমেছে বাংলাদেশে

ফাইল ছবি

ঢাকা : গত চার মাসে মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন না হলেও কমেছে ডাউনলোড স্পিড।

সর্বশেষ জুলাইয়ে বিশ্বে মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান ছিল ১২০তম। চার মাস পরে একই জায়গায় অবস্থান করলেও এবার ডাউনলোড গতি কমে দাঁড়িয়েছে প্রতি সেকেন্ডে ৪ দশমিক ৯৭ মেগাবাইট। এর আগে এই গতি ছিল ৫ দশমিক ১৭ মেগাবাইট।

সেকেন্ডে ৬২ দশমিক ৬৬ মেগাবাইল ডাউনলোড গতি নিয়ে মোবাইল ইন্টারনেট গতিতে প্রথম স্থানে এবারও রয়েছে নরওয়ে। আর ব্রডব্যান্ডে প্রথম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। সে দেশে গড় ডাউনলোড গতি প্রতি সেকেন্ডে ১৫৩ দশমিক ৮৫ মেগাবাইট।

মোবাইল ইন্টারনেট গতিতে আক্ষরিক অর্থে কিছুটা পিছিয়ে গেলেও ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে বেশ কয়েক ধাপ এগিয়ে বাংলাদেশের এখন অবস্থান ৮৫তম।

যেখানে প্রতি সেকেন্ডে গড় ১৬ দশমিক ১৪ মেগাবাইট ডাউনলোড গতি নিয়ে গত চার মাসে ১৪৪তম অবস্থান থেকে এই অবস্থানে এসেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer