Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মোবাইল ব্যাংকিং : অপারেটরদের কড়া বার্তা প্রযুক্তি প্রতিমন্ত্রীর

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৯, ২৮ সেপ্টেম্বর ২০১৬

আপডেট: ২৩:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০১৬

প্রিন্ট:

মোবাইল ব্যাংকিং : অপারেটরদের কড়া বার্তা প্রযুক্তি প্রতিমন্ত্রীর

ছবি: বহুমাত্রিক.কম

ঢাকা : লাইসেন্সের নিয়মবহির্ভূতভাবে মোবাইল ফোন অপারেটরদের মোবাইল ব্যাংকিং সেবার কড়া সমালোচনা করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ব্যাংকের সাথে পার্টনারশিপ ছাড়া কেউ ব্যাংককিং করতে পারবে না।

বুধবার বিকালে ধানমন্ডিতে আলিবাবা ডটকম এর বাংলাদেশস্থ গ্লোবাল সার্ভিস পার্টনার ট্রেডেশি লিমিটেডের যৌথ উদ্যোগমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স এর মাধ্যমে বাংলাদেশী রপ্তানিমুখী প্রতিষ্ঠানসমূহের বিশ্ববাজারে সংযুক্তকরণে প্রতিষ্ঠান দু’টি যৌথভাবে কাজ করবে। এনিয়ে বিস্তারিত তুলে ধরতেই আয়োজন করা হয় এই সম্মেলনের।  

সাংবাদিক সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘সরকারের দায়িত্ব হচ্ছে মার্কেটে ব্যালান্স করা। মোবাইল অপারেটরগুলো এখানে হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যবসা করছে। কিন্তু সবকিছু তারা গ্রাস করবে এটাও কিন্তু হতে দেওয়া যায় না।’

তিনি বলেন, ‘আমরা লক্ষ করেছি, তাদের লাইসেন্সের ক্যাটাাগরিতে যেগুলো আছে তার বাইরেও তারা অনেক উদ্যোগ নিয়েছে। আমরা অবশ্যই ওয়েলকাম করি যেগুলো উদ্ভাবনমূলক কার্যক্রম। কিন্তু যার-যে সেক্টরে দায়িত্ব তাকে সেই সেক্টরেই কাজ করতে হবে। মোবাইল অপারেটর কোম্পানিগুলো যদি ইনফরমেশন, ব্যাংকিংসহ সব জায়গায় আসে তাহলে হবে না। আমরা মোাবাইল ব্যাংকিংকে সমৃদ্ধ করে দিয়েছি। ব্যাংকের সাথে পার্টনারশিপ ছাড়া কেউ ব্যাংকিং করতে পারবে না।’

...তারা টাকা গচ্ছিত রাখতে পারে না। হাজার হাজার কোটি টাকা কিন্তু তাদের একাউন্টে থেকে যাচ্ছে। এসবের কোনো হিসাব তারা দিচ্ছে না। তারা এর কোনো মুনাফাও কনজ্যুমারদের দিচ্ছে না’ উল্লেখ করেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।

এবিষয়ে সরকারের শক্ত অবস্থানের কথা তুলে ধরে জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘আমরা এসএমই কালচার কিভাবে গ্রহণ করবো, সময় এসেছে এসব এড্রেস করার। আমরা আলোচনা করছি। সরকার কিন্তু দুর্বলের পাশে থাকে। আমাদের মাননীয় প্রধানমন্তীর স্ট্রাটেজি হচ্ছে অসহায়ের পাশে থেকে তাকে সহযোগিতা করা।’

আলিবাবা ডটকমের সাথে পার্টনারশিপে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এগিয়ে যাবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘২০১৮ সালের মাঝে আমরা আইটি সেক্টরে এক বিলিয়ন ডলার ও ২০২১ সালের মাঝে ৫ বিলিয়ন ডলার রপ্তানির যে লক্ষ্য নির্ধারণ করেছি তা পূরণে আলিবাবা ডটকম ও ট্রেডেশির এই উদ্যোগ অবদান রাখবে।’

অনুষ্ঠানে ট্রেডেশি লিমিটেডের চেয়ারম্যান রাজিব হোসেন বলেন, ‘আমাদের মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য পূরণ করতে হলে বাণিজ্য বহুমূখিকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। একসময় আমাদের জুট রপ্তানির জন্য বিশ্বে চিনতো, এখন চিনে তৈরী পোশাকের জন্য। আমাদের আরও ডাইভারসিটি দরকার। একই সাথে মার্কেট ডাইভারসিফিকেশনও দরকার।’

তিনি বলেন, ‘শুধু ইউরোপ-আমেরিকা কেন? কেন লাটিন আমেরিকা, আফ্রিকা বা দক্ষিণ-পূর্ব এশিার দেশগুলো নয় ? আমাদের যাই রপ্তানি আছে এর বেশির ভাগই করছে শীর্ষ ১০টি কোম্পানি। আর ৯০ ভাগই করতে পারছে না-যারা এসএমই। আমাদের পরিকল্পনা এই এসএমই প্রতিষ্ঠানগুলো যেন সহজে রপ্তানি করতে পারে।’

সাংবাদিক সম্মেলনে ই-কমার্স এসোসিয়েশনের সভাপতি রাজীব আহমেদ বলেন, ‘আগামীতে কমার্স বলতে কিছু থাকবে না। সবকিছু ই-কমার্স হয়ে যাবে। আমরা রপ্তানিতে সহযোগিতা চাই। আমাদের ৫০০টির মতো কোম্পানি রয়েছে। আমরা চাই অন্তত ২০টি কোম্পানিকে প্লাটফর্ম করে দেওয়া হোক।’ 

আলিবাবা আমদানি-রপ্তানির ধারণা বদলে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন দেশের টেকনাফে বসে একজন দক্ষিণ আফ্রিকার একটি পল্লীতে ব্যবসা করতে পারেন। সেটা কোম্পানি হতে পারে, ব্যক্তিও হতে পারেন। সেই কনসেপ্ট আলিবাবার আগে ছিল না।’

সেই ক্ষেত্রটি এখানে সম্প্রসারিত হলে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অনেকদূর এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer