Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

মোদীকে ট্যুইট করে ধন্যবাদ জানালেন ইভাঙ্কা ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ২৭ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মোদীকে ট্যুইট করে ধন্যবাদ জানালেন ইভাঙ্কা ট্রাম্প

ঢাকা : হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি সম্মেলনে ভারতে আসতে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প কন্যা ইভাঙ্কাকেও। এরপরই নরেন্দ্র মোদীকে ট্যুইট করে ধন্যবাদ জানালেন ইভাঙ্কা ট্রাম্প।

সোমবার প্রথম হোয়াইট হাউসে মুখোমুখি হন মোদী ও ট্রাম্প। দু’জনে একটি যৌথ সাংবাদিক বৈঠকও করেন।

সেখানেই নরেন্দ্র মোদী বলেন, ‘গ্লোবাল এন্টারপ্রিনারশিপ ফোরাম এর মার্কিন প্রতিনিধিদের নেতৃত্ব দিতে ভারতে আমন্ত্রণ জানিয়েছি ইভাঙ্কা ট্রাম্পকে।’ ইভাঙ্কা সেই আমন্ত্রণ গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন মোদী। দুই রাষ্ট্রনেতার বৈঠকের পরেই হয় এই সাংবাদিক বৈঠক।

এরপরই মোদীকে ট্যুইট করে ধন্যবাদ জানান ইভাঙ্কা ট্রাম্প। ইভাঙ্কা ট্রাম্প ও তাঁর স্বামী জারেড কুশনার, দু’জনেই ট্রাম্পের ঘনিষ্ঠ অ্যাডভাইজার। গত মার্চে নিজের ওয়েস্ট উইং অফিসে চলে যান ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer