Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মেয়র পদে দায়িত্ব পালনে আইনী বাধা নেই মান্নানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬, ১৬ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মেয়র পদে দায়িত্ব পালনে আইনী বাধা নেই মান্নানের

ঢাকা : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব পালনে আর কোনো আইনী বাধা নেই অধ্যাপক এম এ মান্নানের। মেয়র পদ হতে তাকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে এম এ মান্নানের পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান ২০১৩ সালের ৬ জুলাই প্রথম মেয়র নির্বাচিত হওয়ার পর গত চার বছরে তিনবার বরখাস্ত এবং ২২ মাস করাভোগ করেছেন। ফলে মেয়র হিসেবে তিনি দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন মাত্র ১৮ মাস ১৯ দিন। ওই সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৩০টি মামলাও দায়ের করা হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer