Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

মেব্যাংক ওপেনে ৪১তম সিদ্দিকুর রহমান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৭, ১২ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০১:০১, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

মেব্যাংক ওপেনে ৪১তম সিদ্দিকুর রহমান

ঢাকা : ঘরের মাঠে বসুন্ধরা বাংলাদেশ ওপেনে বাজে শুরুর পর দুর্দান্তভাবে ফিরে এসে রানারআপ হয়েছিলেন সিদ্দিকুর রহমান।

ঘরের দুর্দান্ত পারফরম্যান্সের তরতাজা স্মৃতি নিয়ে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন মেব্যাংক ওপেনে অংশ নিতে।

লক্ষ্য ছিল, শীর্ষ ২০-এর মধ্যে থাকা। কিন্তু সিদ্দিকুর শেষ করেছেন ৪১তম অবস্থানে। চ্যাম্পিয়ন হয়ে চমক দেখিয়েছেন প্যারাগুয়ের ফাব্রিজিও জানোতি।          

প্রথম রাউন্ডে ভালোই করেছিলেন দেশের সেরা এ গলফার। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে এতটাই খারাপ করেছেন যে, চতুর্থ রাউন্ডে সেখান থেকে বেশি দূর এগোতে পারেননি তিনি। রোববার চতুর্থ ও শেষ রাউন্ডে সিদ্দিকুর পারের চেয়ে এক শট বেশি খেলে ৭৩ শটে খেলা শেষ করেন।

সিদ্দিকুর নবম হোলে বোগি, ১৪তম হোলে ডাবল বোগি ও ১৬তম হোলে আবারও বোগি করে পিছিয়ে পড়েন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer