Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৪, ১০ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা : ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার বিকালে স্বাস্থ্য সেবা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এবার ২৯ হাজার ১৮৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

http://result.dghs.gov.bd/ এই ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাচ্ছে।

গত শুক্রবার ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ৯ হাজার ৪১৭টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯০ হাজার ৪২৬ জন।

এর মধ্যে সরকারি কলেজে আসন সংখ্যা ৩ হাজার ২১২টি। আর বেসরকারি কলেজে আসনসংখ্যা ৬ হাজার ২০৫টি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer