Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৮, ৭ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা: চলতি বছরের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় রাজধানীসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে । সরকারি ১৮টি কলেজের ৩৭টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।

শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থী ও অভিভাবকরা প্রায় দেড় ঘণ্টা আগেই কেন্দ্রে উপস্থিত হন। ১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নের এ পরীক্ষায় ৯০ হাজাররও বেশী পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। বেলা ১১টায় পরীক্ষা শেষ হবে। 

উল্লেখ্য, এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ৯ হাজার ৪১৭ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করছে ৯০ হাজার ৪২৬ জন। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer