Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

মেডিকেল টিমের সদস্যরা কাঠমান্ডু গেলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৩, ১৫ মার্চ ২০১৮

আপডেট: ১৩:৪৬, ১৫ মার্চ ২০১৮

প্রিন্ট:

মেডিকেল টিমের সদস্যরা কাঠমান্ডু গেলেন

ঢাকা : কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত বাংলাদেশিদের ডিএনএর নমুনা সংগ্রহের জন্য নেপাল গেল একটি মেডিকেল টিম।৯ সদস্যের এ টিম বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নেপালের উদ্দেশে রওনা দেয়।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টিএমের সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।

তিনি বলেন, আমরা সেখানে যাবো এরপর পরিস্থিতি অবজারভেশন করবো। এরপর পরিস্থিতি বলে দেবে আমাদের সেখানে কতদিন থাকতে হবে।

এ টিমের সদস্যরা হলেন- ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. লুতফর কাদের লেনিন, ঢামেকের সহকারী অধ্যাপক ডা. হোসেন ইমাম, অধ্যাপক ডা. মনসুর রহমান, ডা. এ কে এম ফেরদৌস রহমান ও ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সহকারী অধ্যাপক ডা. মুশফিকুর রহমান, ডা. রিয়াদ মজিদ ও সহকারী রেজিস্টার ডা. রাজিব আহমেদ, অ্যাডিশনাল সুপারিটেন্ডেন্ট অব পুলিশ (ক্রাইম সিন, সিআইডি) আবদুস সালাম ও অ্যাসিস্ট্যান্ট ডিএনএ স্পেশালিস্ট (সিআইডি) আশরাফুল আলম।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer