Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মেক্সিকোর পুরস্কার বিজয়ী সাংবাদিক জাভিয়ার ভ্লাদেজকে হত্যা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ১৬ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মেক্সিকোর পুরস্কার বিজয়ী সাংবাদিক জাভিয়ার ভ্লাদেজকে হত্যা

ঢাকা: মেক্সিকোর পুরস্কার বিজয়ী সাংবাদিক জাভিয়ার ভ্লাদেজকে (৫০) গুলি করে হত্যা করা হয়েছে। মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় এ হত্যাকান্ড ঘটে।

রিওডোসে ওয়েবসাইট জানায়, সুলিয়াকান নগরীতে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তিনি এ নগরীতেই কাজ করতেন।

২০১১ সালে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ভ্লাদেজকে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড দেয়। মাদক পাচারের ওপর প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পান। এ বছর মেক্সিকোতে ভ্লাদেজকে নিয়ে পাঁচ সাংবাদিককে হত্যা করা হল।

গত বছর তার একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ‘সাংবাদিক হওয়া মানে ব্ল্যাকলিস্টে থাকা।’

প্রায় তিন দশকের ক্যারিয়ারে ভ্লাদেজ শক্তিশালী মাদক চক্র সিনালোয়াসহ মেক্সিকোর মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধ সম্পর্কে ব্যাপক লেখালিখি করেন।

চক্রটি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত। এই রুটে মাদক পাচারের ২৫ শতাংশ চক্রটি নিয়ন্ত্রণ করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer