Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

মৃত্যুর পূর্বে কবিতায় যা লিখেছেন মাহবুবুল হক শাকিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ৬ ডিসেম্বর ২০১৬

আপডেট: ১৬:৫৩, ৬ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

মৃত্যুর পূর্বে কবিতায় যা লিখেছেন মাহবুবুল হক শাকিল

ছবি-সংগৃহীত

ঢাকা : অকালেই চলে গেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কবি মাহবুবুল হক শাকিল (ইন্নালিল্লাহি... রাজিউন)। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান-২ এর হোটেল সামদাদো থেকে তার লাশ উদ্ধার করা হয়।  

মৃত্যুর পূর্বে নিজের ফেসবুক ওয়ালে সম্ভবত জীবনে লেখা শেষ কবিতা পোস্ট করেন তিনি। পাঠকদের জন্য তা হুবুহু তুলে ধরা হল:

এলা, ভালবাসা, তোমার জন্য

কোন এক হেমন্ত রাতে অসাধারণ
সঙ্গম শেষে ক্লান্ত তুমি, পাশ ফিরে শুবে।
তৃপ্ত সময় অখন্ড যতিবিহীন ঘুম দিবে।
তার পাশে ঘুমাবে তুমি আহ্লাদী বিড়ালের মতো,
তার শরীরে শরীর ছুঁয়ে ছুঁয়ে, মাঝরাতে।
তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকবে এক প্রগাঢ় দীর্ঘশ্বাস,
আরো একবার তোমাদের মোথিত চুম্বন দেখবে বলে।
মৃতদের কান্নার কোন শব্দ থাকে না, থাকতে নেই,
নেই কোন ভাষা, কবরের কোন ভাষা নেই।
হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে নিয়ে স্মৃতি,
তোমাদের উত্তপ্ত সৃষ্টিমুখর রাতে।ভালবাসা, তোমার জন্য

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer