Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

মৃত্যুবার্ষিকীতে আদিবাসী নেতা আলফ্রেড সরেনকে স্মরণ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৭, ১৮ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মৃত্যুবার্ষিকীতে আদিবাসী নেতা আলফ্রেড সরেনকে স্মরণ

নওগাঁ : সমাধিতে ফুল দিয়ে স্মরণ করার মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হলো সমতলের আদিবাসীদের ভুমি অধিকার আন্দোলনের নেতা আলফ্রেড সরেনের ১৬তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের আদিবাসী পল্লীতে ভূমিদস্যূদের হাতে নিহত আলফ্রেড সরেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

এ সময় বাংলাদেশ আদিবাসী পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, কমিউনিস্ট পার্টির নওগাঁ জেলা কমিটির সভাপতি প্রদ্যুত ফৌজদার, সাধারন সম্পাদক এ্যাড. মোহসীন রেজা ও আলফ্রেড সরেনের ছোট বোন রেবেকা সরেন, আলফ্রেড সরেনের ছোট ভাই মহেশ্বর সরেনসহ তার পরিবারের সদস্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

২০০০ সালের ১৮ আগষ্ট নওগাঁর মহাদেবপুরের ভীমপুরে গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জের ধরে আদিবাসী নেতা আলফ্রেড সরেনকে প্রকাশ্যে হত্যা করে ভুমিদস্যু হাতেম-গদাই এর লাঠিয়াল বাহিনী। দীর্ঘ ১৬ বছরেও এ হত্যাকান্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আদিবাসীসহ উপস্থিত নেতৃবৃন্দরা।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer