Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মুস্তাফিজুর পঞ্চম, নবমস্থানে সাকিব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মুস্তাফিজুর পঞ্চম, নবমস্থানে সাকিব

ঢাকা : আইসিসি টুয়েন্টি টুয়েন্টি র‌্যাংকিং-এ বোলারদের তালিকায় পঞ্চমস্থানে বাংলাদেশের কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান ও নবমস্থানে রয়েছেন স্পিনার সাকিব আল হাসান।

বিশ্ব একাদশ-পাকিস্তান এবং ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ ম্যাচ শেষে রোববার খেলোয়াড়দের সর্বশেষ র‌্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি।

৬৯৫ রেটিং নিয়ে পঞ্চমস্থানে রয়েছেন মুস্তাফিজুর। ৬৪৮ রেটিং নিয়ে নবমস্থানে সাকিব। এই তালিকায় সবার উপরে রয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার ইমাদ ওয়াসিম।

টি-২০ র‌্যাংকিং ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ৮২৬ রেটিং নিয়ে সবার উপরে আছেন তিনি। ৭৮৭ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ। গতরাতে ইংল্যান্ডের বিপক্ষে ২৮ বলে ৫১ রান করা ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ধরে রেখেছেন তৃতীয়স্থান। তার রেটিং ৭৮০।

ছোট ফরম্যাটে সেরা অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থানটি ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব। ৩৫৪ রেটিং সংগ্রহে রয়েছে সাকিবের। দ্বিতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ার গ্লেস ম্যাক্সওয়েলের রেটিং ৩৪৪।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer