Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

মুস্তাক মুহাম্মদে এর শশীলতা কবিতাগুচ্ছ

প্রকাশিত: ০১:৫৭, ১৭ মার্চ ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মুস্তাক মুহাম্মদে এর শশীলতা কবিতাগুচ্ছ

ছেড়ে দিলাম

একটি বারো আমার তুমি ভাবলে না
কথা দিয়ে কথা তুমি রাখলে না।
কিবা ছিলো ওমন করে মিথ্যা বলা
ভুললে যখন ভাঙলে কেনো অবলা।
একটি জীবন একবার শুধু তোমার দিলাম
ক্ষতি কি নষ্ট হলে তোমার অবহেলায়,
আমার শুধু এইটুকু থাক–ভালাবাসা
তোমার উপর ছেড়ে দিলাম সকল আশা।

আমার তাতে তোমার ভরে থাক

একটি স্মৃতিও তোমার মনে দেয় নি উঁকি
বুকের মাঝে আমি ছিলাম- লাগে নি ব্যাথা!
কত স্বপ্ন দেখায়ে তুমি ভাঙলে নিমিষে
এই কি ছিল তোমার মনে – মিথ্যা ভালোবাসা।
ছলনাতে মন ভাঙলে ডুবালে বেদনায়
একটা জীবন নষ্ট করে কিবা পেলে লাভ?
আমার না হয় শূণ্য হলো কিন্তু
আমার তাতে তোমার ভরে থাক।

কেনো আগুন জ্বাললে

শশীলতা এই জীবন নষ্ট হলে তোমার তাতে কি
আমি কি কারোর দিয়েছি বাড়া ভাতে ঘি।
সকালে ফুল ফোটে সুবাস বিলায় সারা দিন
পরের সকালে ঝরে পড়ে সাঙ্গ করে দিন।
ভুল করে না হয় হাত ধরেছিলে- আবার কেনো ছাড়লে
এই হৃদয়ে কেনো তুমি অহো- নিশি আগুন জ্বাললে?

সেই নামটি শশীলতা

সোনার মোড়কে মুড়ে এলো ভালোবাসা
ভালোবাসার সুখ পাখি শশীলতা,
দিবা- রাতে গান গেয়ে যায়
তাই মনের মধ্যে উতলা ঝড় বয়।
প্রতি মুহূর্তে মনের ঘরে দেয় য়ে উঁকি
ভুলতে চাইলেও ভুলতে পারি না যার স্মৃতি
সেই নামটি শশীলতা
সেই নামটি ভালোবাসা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer