Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মুস্তাক মুহাম্মদ এর শশীলতা কবিতাগুচ্ছ-২

প্রকাশিত: ০১:৪১, ৩১ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মুস্তাক মুহাম্মদ এর শশীলতা কবিতাগুচ্ছ-২

তবুও তো পথ চলতে হয়

শশীলতা আপনি কোথায়?
জীবনের বাক পাল্টে বেশতো সুখে আছো,
আছি আগের মত ।
সেকেলে স্বভাব বদলাতে পারেনি একটুও
এখনো ছায়ার পেছনে ছুটি
যেমন ছুটেছিলাম তোমার পেছনে
কিন্তু রোদ বাড়ার সাথে সাথে ছায়া হারায়ে যায়।
তবু তো পথ চলতে হয়..... চলছি!

তবু কি পেয়েছি

শশীলতা তোমার চোখের দিকে তাকাতে পারি না
কেমন যেনো একটা হয়
যা মুহূর্তে কত ভাষায় কথা বলে বুঝতে পারি না।
পৃথিবীর এত ভাষার শব্দরা হারায়ে যায়
নতুন শব্দ খুঁজতে হয় আমাকে
সেই শব্দের খোঁজে-তাবত পৃথিবী জুড়ে বিচরণ,
কত বছর পথ চললাম; দুর্গম ভূমি কর্ষে
সাতটি রক্তলাল গোলাপ তোমাকে দিয়েছি
তবু কি পেয়েছি.......?

একটি জ্যেৎস্না রাতকে স্বাক্ষী মেনেছি

শুধু একটি জ্যোৎস্না রাতকে স্বাক্ষী মেনেছি।
একদিন তুমি- আমি থাকব না
সেদিনও জ্যোৎস্না রাত হবে
কেউ হয়তো আমাদের মত করে
চোখে চোখ রেখে গল্প করবে শশীলতা,
মুচকি হাসি দেবে চাঁদ
আজ যেমন হাসছে
তবে কেনো এ লাজ
খুলে পেলো আবরণের তাজ
মেখে নাও দ্রুতি
এই দ্রুতিতেই জন্ম নেবে আগামী.....
স্বাক্ষী শুধু একটি জ্যোৎস্না রাত।

রঙিন পৃথিবী জুড়ে

এমন অনেক মনের কথা
না বলতে বুঝতে পারা
চটফটে এক দমকা বাতাস
হৃদয় ছোঁয়া হালকা তাড়াশ ।
দিন যায় রাত আসে
আমায় সে ভালোবাসে
রঙিন একটি পৃথিবীতে
শশীলতা আমার বুকে।

২৯ অক্টোবর,২০১৬

পাঁচপোতা, যশোর

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer