Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মুস্তাক মুহাম্মদ এর রোহিঙ্গা কবিতাগুচ্ছ

প্রকাশিত: ০০:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মুস্তাক মুহাম্মদ এর রোহিঙ্গা কবিতাগুচ্ছ

মানুষ হতে ইচ্ছে করে না

আমার রক্ত প্রবাহিত হচ্ছে না
কালচে রক্ত জমাট বেঁধে গেছে
রোহিঙ্গা মুসলমানের রক্ত!
খোলা আকাশের নিচে তীব্র শীতে
গোটো মোটো হয়ে পড়ে আছি
মরা কুকুর যেমন ভাগাড়ে পড়ে থাকে।
ধর্মাধিকার-তাদের যারা ধর্ম মানে না;
মানবাধিকার তাদের যারা মানুষকে মানুষ ভাবে না।
আমি মানুষ হতে পারেনি! তাই আমার ধর্মও নেই!
আমার জন্য কোনো ধর্মভাই এগিয়ে আসবে না।
আমার কোনো অধিকার নেই,
আমার কোনো অস্ত্র নেই,
আমার কোনো পারমানবিক বোমা নেই যে
আদায় করে নেব-আমার অধিকার।
আমার মানুষ হতে ইচ্ছে করে না।

আমাকে বাঁচাও

কাঁন্না-আর্তনাদে প্রকম্পিত মায়নমারের মাটি
যে প্রকম্প ছড়িয়ে পড়েছে এই মানুষের পৃথিবীতে
কিন্তু আমার এই আহাজারি পৌঁছায় না
পৃথিবীওয়ালাদের কানে।
আর কত কাঁদলে শুনবে অই কান?
আর কত নির্যাতিত হলে মানবাধিকার লঙ্ঘিত হবে?
আমার মা মায়নমারের জরাযুর ক্ষত বেদনার আর্তনাদ
আর কত উচ্চে উঠলে তোমাদের কানে পৌঁছাবে?
জানি, এই আর্তনাদ পৌঁছাবে না তোমাদেন কানে
তবু বলি-আমি মানুষ , শুধু রোহিঙ্গা নই,
আমাকে বাঁচাও ।

তুমি কিছু করো

মায়ানমারের বাতাস , মাটি আমার না!
আমার জন্ম এই মাটিতে না!
যাদের বাহুতে বল আছে-যাদের গোষ্ঠি ভারী
এই মাটি তাদের
এই মাটি আমার রক্তে উর্বর হয় ।
এই বাতাস বাক নেই তাদের কথায়
এই বাতাস আমার বোনের- 
আদরের মেয়ের সম্ভ্রাম হারানো চিৎকারের সুরের ঝংকার তোলে
যা শুনে সুরের মোহনায় ডুব দেয় রসিকজনেরা
আর দাতালেরা নৃত্য করে।
হে ঈশ্বর, এই পৃথিবী আমার কেউ না,
এখানে আমি অনুপ্রবেশকারী
কিন্তু তুমি তো আমার স্রষ্টা
আমাকে এই মাটিতে পাঠায়েছো
তুমি করো কিছু
আমাকে মাটি দাও , বাতাস দাও,
না হয় তুলে নিয়ে ওদের শান্তি ফিরায়ে দাও।

এসো বর্ণমুক্ত পৃথিবী গড়ি

জাতি জাতি শূন্য খেলা
মানুষ যেখানে অবহেলা।
এমন করে কি শান্তি ফেরে
নির্যাতন আর মানুষ মেরে।
আমি রোহিঙ্গা তুমি হিন্দু
ফিরতে হবে একই বিন্দু।
এসো আমরা হাত ধরি
সুন্দর একটি পৃথিবী গড়ি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer