Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মাশরাফির বিদায়ী ম্যাচে চালকের আসনে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ৬ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:৪৭, ৭ এপ্রিল ২০১৭

প্রিন্ট:

মাশরাফির বিদায়ী ম্যাচে চালকের আসনে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ঢাকা : মাশরাফির বিদায়ী ম্যাচে বাংলাদেশের সংগ্রহটাও মন্দ নয়; ১৭৬। প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা। প্রথম ওভারে আক্রমণে আসেন সাকিব আল হাসান। দ্বিতীয় বলেই কুশল পেরেরাকে বোল্ড করে বাংলাদেশ শিবিরকে উল্লাসে ভাসান এই টাইগার স্পিনার।

১৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে যেন আক্রমণাত্মক কৌশল নিয়েই মাঠে নামেন কুশল ও থারাঙ্গা। সাকিবের করা করা ইনিংসের প্রথম বলকে শর্ট ফাইন লেগ দিয়ে বাউন্ডারি-ছাড়া করেন। তবে পরের বলে দুর্দান্ত ডেলিভারিতে কুশলকে বোল্ড করে বাংলাদেশকে উল্লাসে ভাসান সাকিব।

মাশরাফির করা দ্বিতীয় ওভারে চেশ চড়াও হয়ে খেলতে থাকেন থারাঙ্গা। তবে মাশরাফির ওভার থেকে ৮ রানের বেশি নিতে পারেননি থারাঙ্গা ও দিলশান মুনারাবিরা। এরপর লঙ্কান শিবিরে ফের আঘাত হানেন সাকিব।

সাকিবের করা তৃতীয় ওভারের প্রথম বলে চার মারেন মুনারাবিরা। দ্বিতীয় বলে কোনো রান নিতে পারেননি তিনি। পরের বলে তুলে মারতে গিয়ে মাহমুদউল্লাহ হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুনারাবিরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer