Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ হওয়ার নয় : মোজাম্মেল হক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২০, ১০ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ হওয়ার নয় : মোজাম্মেল হক

ঢাকা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানিত করছে কিন্তু প্রায় ত্রিশ বছর স্বাধীনতা বিরোধী সরকার তাদের প্রাপ্য সম্মান দেয়নি।

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিতে বর্তমান সরকারের কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে তাদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করা হয়েছে। অচিরেই বোনাস দেয়া হবে।

মুক্তিযুদ্ধের আজ সন্ধ্যায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছিল বলেই আজ বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেশ এগিয়ে গেলেই মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণ হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ বি এএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer