Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মুক্তিযোদ্ধা শহীদুল মামা বুদ্ধিজীবী গোরস্থানে সমাহিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯, ৪ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মুক্তিযোদ্ধা শহীদুল মামা বুদ্ধিজীবী গোরস্থানে সমাহিত

ঢাকা : একাত্তরে মামা বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা সৈয়দ শহীদুল হককে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে সমাহিত করা হয়েছে।

সবার কাছে মামা হিসেবে পরিচিত এই মুক্তিযোদ্ধা সমাহিত হওয়ার আগে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সহযোদ্ধাদের পাশাপাশি রাজনীতি, সমাজ ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তি ও সংগঠকদের শ্রদ্ধা-ভালোবাসায় শেষবারের মতো সিক্ত হন।

এর আগে ভোরে কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা শহীদুল মামার মরদেহ ঢাকায় আসে।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রেখে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ আসে কেন্দ্রীয় শহীদ মিনারে।

সেখানে প্রথমে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করা হয়, এতে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের, মুক্তিযুদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের কর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে ম্যাজিস্ট্রেট মৌসুমী মাহবুবের নেতৃত্বে ও মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালালের নেতৃত্বে শহীদুল হককে দুই দফা গার্ড অব অনার প্রদান করা হয়।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer