Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মুক্তিযোদ্ধা মনোয়ার হত্যা : দুই চরমপন্থী নেতার ফাঁসি কার্যকর

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৯, ১৭ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মুক্তিযোদ্ধা মনোয়ার হত্যা : দুই চরমপন্থী নেতার ফাঁসি কার্যকর

যশোর : চুয়াডাঙ্গার মুক্তিযোদ্ধা মনোয়ার মেম্বার হত্যা মামলায় দুই চরমপন্থী নেতার ফাঁসি কার্যকর হয়েছে। তারা হচ্ছেন-পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আবদুল মোকিম ও গোলাম রসুল।

যশোর কারাগারের সিনিয়ার জেল সুপার কামাল হোসেন সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় যশোর কেন্দ্রীয় কারাগারে দুই আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এদিকে দুই চরমপন্থী নেতার ফাঁসি কার্যকরকে ঘিরে বিকেল থেকেই যশোর কেন্দ্রীয় কারাাগার ও আশপাশের নিরাপত্তা বাড়ানো হয়। রাত সোয়া ১১টার দিকে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান, সিভিল সার্জন দিলীপ কুমার রায় কারাগারে প্রবেশ করেন। রাত পৌনে ১২টার দিকে দুই আসামিকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

পরে সিনিয়র জেল সুপার কামাল হোসেন রাত ১২টায় জেল গেটে প্রেসব্রিফিংয়ে মৃত্যুদণ্ড কার্যকরের খবর নিশ্চিত করেন।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত রবকুল মন্ডলের মেজো ছেলে মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেনকে ১৯৯৪ সালের ২৮ জুন গ্রামের বাদল সর্দ্দারের বাড়িতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির চরমপন্থীরা কুপিয়ে হত্যা করে।

এঘটনায় নিহতের ভাই মুক্তিযোদ্ধা অহিম উদ্দীন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ২১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer