Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

আরিফুলের মেয়র পদে দায়িত্ব পালনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১, ৬ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আরিফুলের মেয়র পদে দায়িত্ব পালনে বাধা নেই

ঢাকা : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে বরখাস্তের আদেশ স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।

আরিফুলের আইনজীবী আবদুল হালিম কাফী জানিয়েছেন, ফলে মেয়র পদে বসতে আরিফুল হকের আর কোনো বাধা নেই।

তিনি জানান, বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন। এদিন আদালত ‘নট টু ডে’ বলে আদেশ দেন। পরে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ আবেদনটি প্রত্যাহার করে নেয়ার আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেন চেম্বার বিচারপতি।

আদালতে আরিফুল হকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মইনুল হোসেন ও আব্দুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, হাইকোর্টের আদেশ পাওয়ার পর লিভ টু আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। গত রোববার সিলেটের মেয়র আরিফকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer