Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ৩০ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ১৫ জুলাই ২০১৮

আপডেট: ২১:২৯, ১৫ জুলাই ২০১৮

প্রিন্ট:

মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ৩০ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা

ঢাকা : মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আগামী ১৮ জুলাই সারাদেশে ত্রিশ লাখ গাছের চারা রোপন করা হবে বলে জানিয়েছেন, পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে ১৮ জুলাই সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করবেন।

রোববার জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী একথা জানান।

এ সময় আনিসুল ইসলাম মাহমুদ বলেন, `মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক যোগে ৩০ লাখ গাছ রোপণ করা হবে। আমরা পরিবেশের যথেষ্ট ক্ষতি করেছি। আমাদের যেসব শিল্প কারখানা আছে তাতে পানি দূষণ হচ্ছে।`

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer