Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

মুক্তিযুদ্ধ জাদুঘরে সপ্তাহব্যাপী বিজয় উৎসব শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ১০ ডিসেম্বর ২০১৭

আপডেট: ২২:৫৮, ১০ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

মুক্তিযুদ্ধ জাদুঘরে সপ্তাহব্যাপী বিজয় উৎসব শুরু

ফাইল ছবি

ঢাকা : মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর এবার নতুন ভবনে সপ্তাহব্যাপী বিজয় উৎসবের আয়োজন করেছে।

প্রতিবারের মতো এবারও ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শিরোনামে আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে ১০ ডিসেম্বর বিকেল তিনটায় শুরু হবে এ উৎসব।

চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে প্রতিদিন সকালে শিশু-কিশোরদের আনন্দানুষ্ঠানসহ বিকেল তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত জাদুঘরের চারটি মঞ্চে অনুষ্ঠান পরিবেশিত হবে।

আজ রবিবার বিকাল তিনটায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে সপ্তাহব্যপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন হবে। স্পন্দনের শিল্পীদের নৃত্যের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। বিকেল ৩টায় উন্মুক্ত মঞ্চে পথনাটক ‘বোধদয়’ পরিবেশন করবে সুবচন নাট্য সংসদ।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ইস্পাহানী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিকেল পাঁচটায় প্রধান মিলনায়তনে মানবাধিকার বিষয়ক বক্তব্য প্রদান করবেন এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

উদ্বোধনী সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন মিতা হক, আবৃত্তি পরিবেশন করবে ‘ঢাকা স্বরকল্পন’, দলীয় সঙ্গীত পরিবেশন করবে ‘সত্যেন সেন শিল্পীগোষ্ঠী’, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ব্রাইট স্কুল এন্ড কলেজ ও ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল। সন্ধ্যা ৭টায় ভাস্কর্য অঙ্গণে বাউল গান পরিবেশন করবে কুষ্টিয়ার আরশিনগর বাউল সংঘ।

আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বিজয় উৎসবের অনুষ্ঠান আগামীকাল শুরু হলেও সেকশন-১০, এভিনিউ-১, মিরপুরে অবস্থিত জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ প্রাঙ্গণে এ উৎসব শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানমালা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer