Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মিয়ানমারের বিধ্বস্ত বিমানের ১৫ যাত্রী জীবিত উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ৮ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মিয়ানমারের বিধ্বস্ত বিমানের ১৫ যাত্রী জীবিত উদ্ধার

ঢাকা : আন্দামান সাগরে বিধ্বস্ত মিয়ানমার সেনাবাহিনীর বিমানের ১৫ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার পর এসব যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।

বিমানটিতে শতাধিক আরোহী ছিল। ১০-১২টি শিশুও বিমানটিতে ছিল বলে জানা গেছে। 

সেনাবাহিনী জানায়, উড্ডয়নের ২৯ মিনিট পর দাভেই শহরের ৭০ কিলোমিটার পশ্চিমে আন্দামান সাগরের আকাশে থাকা অবস্থায় বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটি ওই সময় ১৮ হাজার ফুট ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। বেসামরিক বিমান কর্তৃপক্ষ প্রথমে বিমানে ১০৫ জন থাকার কথা জানালে পরে সেনাবাহিনী জানায়, বিমানে সেনা সদস্য ও তাদের পরিবার মিলিয়ে ১০৬ জন ছিল, ক্রু ছিলেন ১৪ জন।

বিমানটির সঙ্গে যোগাযোগ হারানোর পরপরই অনুসন্ধানে নামে সামরিক বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নৌবাহিনীর চারটি জাহাজ ও বিমানবাহিনীর দুটি বিমান এতে অংশ নিয়েছে। অনুসন্ধানকারীরা আন্দামান সাগরে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। মাইয়েকের এক পর্যটন কর্মকর্তা নাইং লিন জ বলেন, `তারা (অনুসন্ধানকারীরা) দাভেই শহর থেকে ২১৮ কিলোমিটার দূরে সাগরে বিধ্বস্ত বিমানের টুকরা খুঁজে পেয়েছে। `

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer