Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মিয়ানমারে রেক্স টিলারসন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ১৫ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মিয়ানমারে রেক্স টিলারসন

ঢাকা : মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা সংকট নিরসনে আলোচনা করতে দেশটিতে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

সেখানে সেনাপ্রধান মিন অং হ্লাইং ও কার্যত নেতা অং সান সু চির সঙ্গে বৈঠক করবেন তিনি।স্থানীয় সময় বুধবার মিয়ানমারে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

গত ২৫ আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর থেকে ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে এসেছে।

মিয়ানমারের রাজধানী নাইপিদোতে পা রেখেই সোজা মিন অং হ্লাইংয়ের সঙ্গে দেখা করতে যান টিলারসন। এর পর তিনি বৈঠক করবেন সু চির সঙ্গে। বৈঠকের বিষয়ে যৌথ এক সংবাদ সম্মেলনে এ দুজনের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer