Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

মিয়ানমারকে চাপ দিতে ভারতের প্রতি কাদেরের আহ্বান

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশিত: ১৫:৫০, ২১ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মিয়ানমারকে চাপ দিতে ভারতের প্রতি কাদেরের আহ্বান

কক্সবাজার : রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে মিয়ানমারকে চাপ দেয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকালে কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ভারত থেকে আসা ত্রাণ বিতরণের পর তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, `ভারত ৭ হাজার টন খাদ্য ত্রাণ দেওয়ায় ভারতকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমরা এটাও আশা করবো যে, ভারত সরকার মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করবে যাতে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নেয় এবং তারা যেনো নির্যাতনের মুখে না পড়ে।

ওবায়দুল কাদের আরো বলেন, `বৃষ্টির জন্য ত্রাণ তৎপরতা কিছুটা বিঘ্নিত হলেও ত্রাণ কার্যক্রম বিঘ্নিত হয়নি। আগামীকাল থেকে সেনাবাহিনী পুরোদমে ত্রাণ দেওযার কাজে অংশ নেবে।`

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer