Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নেবে : নৌমন্ত্রী

মাদারীপুর সংবাদদাতা

প্রকাশিত: ১২:৪১, ১৭ নভেম্বর ২০১৭

আপডেট: ১৪:১১, ১৭ নভেম্বর ২০১৭

প্রিন্ট:

মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নেবে : নৌমন্ত্রী

ফাইল ছবি

মাদারীপুর : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়েই তাদের দেশে ফিরিয়ে নেবে মিয়ানমার সরকার।

শুক্রবার সকালে মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি ২৩ লাখ ব্যয়ে আচমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্ধোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উন্মুক্ত ভোটের মাধ্যমে একটি প্রস্তাব গৃহীত হয়। ১৩৫টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে মিয়ারমারের রাখাইনে `জাতিগত নিধন` নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ। ভোট প্রদানে বিরত থাকে ২৬টি দেশ। ওআইসির পক্ষে সৌদি আরব এই প্রস্তাব উত্থাপন করে।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer