Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানি করবে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৬, ১৮ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ১১:২৬, ২০ সেপ্টেম্বর ২০১৭

প্রিন্ট:

মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানি করবে : খাদ্যমন্ত্রী

ঢাকা : মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আমদানি করবে সরকার। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি প্রাথমিক চুক্তি সই হয়েছে।

সোমবার বিকালে সচিবালয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

এ বিষয়ে রোববার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. কায়কোবাদ এবং মিয়ানমারের পক্ষে দেশটির রাইস ফেডারেশনের (এমআরএফ) ভাইস প্রেসিডেন্ট মি. অং থান উ।

খাদ্যমন্ত্রী বলেন, ৪৪২ মার্কিন ডলার দরে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানি করবে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন লাগবে। এরপর এলসি খোলা হবে। তারপর চাল আসবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer