Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

মিসিসিপিতে ৮ জন হত্যার ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৩, ২৯ মে ২০১৭

আপডেট: ১০:২৮, ২৯ মে ২০১৭

প্রিন্ট:

মিসিসিপিতে ৮ জন হত্যার ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ

ঢাকা : ম্যানচেস্টারের আতঙ্ক কাটতে না কাটতে ফের সন্ত্রাসের ছায়া। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকবাজের হামলায় মৃত্যু হল আটজনের। মৃতের তালিকায় রয়েছেন ডেপুটি শেরিফ।

অভিযুক্ত বন্দুকবাজ কোরি গডবোল্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর সেই সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়েছে।

জানা গিয়েছে মিসিসিপির রাজধানী থেকে ৬৮ কিলোমিটার ভেতরে অতর্কিত হামলা চালায় ৩৫ বছর বয়সী সেই আততায়ী। শহরের পর পর তিনটি বাড়িতে ঢুকে একসঙ্গে আটজনকে হত্যা করে সে। খবর পেয়েই চারদিক থেকে ঘিরে ধরে মার্কিন পুলিশ ওই আততায়ীকে গ্রেপ্তার করে।

মিসিসিপি পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশনের মুখপাত্র ওয়ারেন স্ট্রেন জানিয়েছেন, লিঙ্কন কাউন্টির তিনটি বাড়িতে হামলা চালায় ওই বন্দুকবাজ। তার মধ্যে দুটি বাড়ি ব্রুকহেভেন এলাকায়, অন্যটি বোগ চিট্টোতে।

পাশাপাশি তিনি আরও জানান, সেই সময় বাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন ডেপুটি শেরিফ। তাঁকেও গুলি করে হত্যা করে ওই বন্দুকবাজ। এদিকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোরি গডবোল্ট মানসিকভাবে অসুস্থ ছিল। তার যে বাচার ইচ্ছে ছিল না, সেকথা সংবাদমাধ্যমকেও জানিয়েছে বন্দুকবাজ কোরি গডবোল্ট।

ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন মিসিসিপি প্রদেশের গভর্নর ফিল ব্র্যায়েন্ত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer