Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

মির্জা আব্বাসসহ তিনজনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪২, ২০ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মির্জা আব্বাসসহ তিনজনের বিচার শুরু

ঢাকা : বাজারমূল্যের চেয়ে কম দামে ঢাকা সাংবাদিক ইউনিয়নকে সাত একর জমি বরাদ্দের অভিযোগে সাবেক গণপূর্তমন্ত্রী ও বিএনপি নেতা মির্জা আব্বাসসহ তিনজনের বিচার শুরু করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আমিনুল হক বিচার শুরু করার এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১ জানুয়ারি মামলাটির মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

২০১৪ সালের ৩ মার্চ রাজধানীর শাহবাগ থানায় জমি বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ৫জন আসামি করা হয়।

এরমধ্যে দুই আসামি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হিসাবরক্ষক মনসুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমানকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় আলমগীর কবির ২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি নামে একটি সংগঠনকে নামমাত্র মূল্যে মিরপুরে সাত একর জমি বরাদ্দ দেয়ার সুপারিশ করেন। প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বাজারমূল্যের চেয়ে কম দামে ওই জমি বরাদ্দ দিয়ে রাষ্ট্রের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করে।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer