Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মিয়ানমারে একমাসে অন্তত ৬,৭০০ হত্যা করা হয়েছে: এমএসএফ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ১৪ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মিয়ানমারে একমাসে অন্তত ৬,৭০০ হত্যা করা হয়েছে: এমএসএফ

ফাইল ছবি

ঢাকা : মিয়ানমারে আগস্টে সহিংসতা ছড়িয়ে পরার পর এক মাসে অন্তত ৬ হাজার ৭`শ রোহিঙ্গা হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়েরস (এমএসএফ)।

বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের ওপরে করা এক জরিপ শেষে এই তথ্য জানায় দাতা সংস্থাটি।

এমএসএফ বলছে, মিয়ানমারের কর্তৃপক্ষ পরিচালিত "ব্যাপক সহিংসতার স্পষ্ট ইঙ্গিত" এটি।

মিয়ানমার সেনাবাহিনী "সন্ত্রাসবাদী"দের ওপর সহিংসতার দায় দিয়ে নিজেদের নির্দোষ দাবী করছে।

এমএসএফ`এর তথ্য অনুযায়ী, আগস্ট থেকে ৬ লক্ষ ৪৭ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
দাতা সংস্থাটির জরিপে বলা হয়েছে, ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৯ হাজার রোহিঙ্গা মিয়ানমারে মারা যায়।

এর মধ্যে অন্তত ৬ হাজার ৭`শ মৃত্যুর কারণ সহিংসতা, যার মধ্যে পাঁচ অথবা তার চেয়ে কম বয়সের শিশু ছিল ৭৩০ জন।

মিয়ানমারের সেনাবাহিনীর বক্তব্যে, নিহতের সংখ্যা ৪০০ যাদের মধ্যে অধিকাংশই মুসলিম জঙ্গী।-বিবিসি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer