Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

‘মিথ্যা’ সংবাদের প্রতিবাদ নাসিরাবাদ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪২, ১১ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘মিথ্যা’ সংবাদের প্রতিবাদ নাসিরাবাদ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের

ছবি: বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : জেলার নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজের সুনাম ও ঐতিহ্য নষ্ট করার লক্ষ্যে একটি কুচক্রমহল পরিকল্পিতভাবে কলেজ অধ্যক্ষ আশরাফ উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে বলে অভিযোগ করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ক্লাস বন্ধ রেখে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, হীন চক্রান্ত বন্ধ এবং অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহার না করলে শিক্ষক-শিক্ষার্থীরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। এরএজন্য প্রশাসন ও কলেজের শুভাকাঙ্খীদের পূর্ণ সহযোগিতা কামনা করেন।

ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ উপাধ্যক্ষ আহমেদ শফিকের সভাপতিত্বে সমাবেশে শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন মোঃ ফুরকান, শেখ আমজাদ আলী, রেজাউল কবির, খন্দকার হাফিজুর রহমান, মোঃ জালাল উদ্দিন, তাছলিমা বেগম, তানজিলা এলিন, মাসুম বিল্লাহ, শিক্ষার্থী ফাহিজা আক্তার মুনমুন, মাহমুদুর রহমান, কর্মচারী নূরুল ইসলাম প্রমূখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer