Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

মিতু হত্যায় দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৭, ২৬ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মিতু হত্যায় দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ছবি-সংগৃহীত

চট্টগ্রাম : পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশীদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তারা। মোতালেব ওরফে ওয়াসিম (২৮) বিকেল ৪টা থেকে ৮টা পর্যন্ত এবং আসামি আনোয়ার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত জবানবন্দি দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউসন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জবানবন্দি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জবানবন্দিতে আসামিরা কী বলেছেন তা জানাতে পারেননি।

এই দুইজনের মাঝে ওয়াসিমই মিতুকে গুলি করে বলে জানিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার। আনোয়ার ছিলেন সহযোগিতায়।

 

এর আগে রোববার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার সংবাদ সম্মেলনে জানান, মিতু হত্যায় প্রত্যক্ষভাবে অংশ নেয়া হচ্ছে ওয়াসিম ও আনোয়ার। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা এই দুইজনের মধ্যে ওয়াসিম মিতুকে গুলি করেন। আনোয়ার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্যাকআপের জন্য।

তবে সিএমপি কমিশনার বলেন, ‘ঘটনার মোটিভ এখনও উদ্ধার করা যায়নি।আটকরা একটি সংঘবদ্ধ চক্র, এরা ভাড়াটে খুনি।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer