Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মাস্কাটের উদ্দেশে ইউএস-বাংলা অতিরিক্ত ২টি ফ্লাইট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ১৭ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মাস্কাটের উদ্দেশে ইউএস-বাংলা অতিরিক্ত ২টি ফ্লাইট

ঢাকা : রোববার থেকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ও চট্টগ্রাম থেকে ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশে সপ্তাহে আরো দু’টি অতিরিক্ত ফ্লাইট চালু করবে।

এতে কাল থেকে ইউএস-বাংলা ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাটে সপ্তাহে ৬টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এই রুটে ইউএস-বাংলা ১১ নভেম্বর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে।

৮টি বিজনেস ক্লাসসহ মোট ১৬৪ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-মাস্কাট রুটের ফ্লাইট পরিচালিত হচ্ছে।

ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাটে ন্যূনতম ওয়ানওয়ের ভাড়া ১৭ হাজার ৭৬০ টাকা। এছাড়া ঢাকা থেকে মাস্কাট রিটার্ন ভাড়া ৩৮ হাজার ৬০৭ টাকা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট রিটার্ন ভাড়া ৪০ হাজার ৫৫৭ টাকা। সকল ভাড়ায় ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত।

শনিবার ছাড়া ঢাকা থেকে সপ্তাহের প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে এবং চট্টগ্রাম থেকে রাত ১০টা ৪৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যায় এবং মাস্কাটে পৌঁছায় স্থানীয় সময় রাত ২টায়। আবার মাস্কাট থেকে রোববার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ৩টায় চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer