Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মালিতে বোমার বিস্ফোরণে ৩ বাংলাদেশি সেনা নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১১, ২৪ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মালিতে বোমার বিস্ফোরণে ৩ বাংলাদেশি সেনা নিহত

ঢাকা : আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষা মিশনে ৩ বাংলাদেশি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে তিন বাংলাদেশি সেনা নিহত হন। এ সময় আহত হয়েছেন এক মেজরসহ চারজন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ তথ্য জানায়।

নিহতরা হলেন- সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর); ল্যান্স কর্পোরাল জাকিরুল, আর্টিলারি (নেত্রকোনা) ও সৈনিক মনোয়ার, ইস্ট বেঙ্গল (বরিশাল)।

আহতরা হলেন- মেজর জাদিদ, পদাতিক (ঢাকা); কর্পোরাল মহিম, পদাতিক (নোয়াখালী); সৈনিক সবুজ, পদাতিক (নওগাঁ) ও সৈনিক সরোয়ার, পদাতিক (যশোর)।

আহতদের গাঁও শহরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। শান্তিরক্ষীরা সফলভাবে তাদের প্রতিহত করেন। এরই ধারাবাহিকতায় রোববার দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে তারা আবার আরও শক্তিশালী সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer