Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

মালদ্বীপের বিরোধী দলীয় ১২ এমপিকে বহিষ্কারের নির্দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ২০ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মালদ্বীপের বিরোধী দলীয় ১২ এমপিকে বহিষ্কারের নির্দেশ

 ্ঢাকা : মালদ্বীপে ১২ জন বিরোধী দলীয় এমপিকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে রোববার তাদের বিরুদ্ধে এ আদেশ দেন আদালত।

এর আগে গত মঙ্গলবার বিরোধীদলীয় ৯ নেতার মুক্তির আদেশ প্রত্যাহার করলেও এ ১২ জন আইন প্রণেতাকে দায়িত্বে পুনর্বহালের নির্দেশ বহাল রাখেন আদালত।


তবে রোববারের নতুন আদেশে সেই নির্দেশনা পাল্টে গেল। চলতি মাসের শুরুতে ১২ এমপিকে পুনর্বহালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরই মালদ্বীপে রাজনৈতিক সংকট শুরু হয়।

ওই রায়ে প্রধান বিচারপতি ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ বেশ কয়েকজন রাজনীতিবিদের মুক্তির আদেশ দেন।

এর জেরে ৬ ফেব্রুয়ারি ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দেন আব্দুল্লা ইয়ামিন। গ্রেপ্তার করা হয় প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাঈদ ও বিচারপতি আলি হামিদকে। তবে শুরু থেকেই সংকট নিরসনে ভারতের হস্তক্ষেপ চেয়ে আসছে মালদ্বীপের সুপ্রিম কোর্ট।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer