Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মার্চে এশিয়ার ৫ দেশ সফর করবেন সৌদি বাদশাহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ২০ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মার্চে এশিয়ার ৫ দেশ সফর করবেন সৌদি বাদশাহ

ঢাকা : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ আগামী মার্চের শুরুতে এশিয়ার পাঁচ দেশ সফর করবেন।

সোমবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্র আরও বাড়াতে চায় সৌদ আরব। এটি উচ্চ পর্যায়ের এ সফরের মাধ্যমে ফুটে উঠবে।

ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী লুকমান হাকিম সায়েফুদ্দিন বলেছেন, বাদশা সালমানের এক সপ্তাহব্যাপী সফরে ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার হবে।

সৌদি-ইন্দোনেশিয়া সম্মেলনে বাদশাহ সালমান এবং প্রেসিডেন্ট জোকো উইডো নেতৃত্ব দেবেন।

এর আগে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সফরকালে চীন এবং জাপানের সঙ্গে বিভিন্ন ঐতিহাসিক চুক্তি হয়েছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer