Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মার্কিন সামরিক বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১০, ৩ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মার্কিন সামরিক বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯

ঢাকা : যুক্তরাষ্ট্রের সি-১৩০ মডেলের একটি সামরিক কার্গো বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। জর্জিয়ার দক্ষিণাঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে।

যদিও স্থানীয় কর্মকর্তারা প্রথম জানিয়েছিলেন যে পাঁচজন মারা গেছে। কিন্তু পরে দেশটির কর্মকর্তারা ৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, বুধবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উপকূলীয় শহর সাভান্নাতে স্থানীয় এয়ারপোর্টের কাছে মহাসড়কের পার্শ্ববর্তী সমতলভূমিতে এ দুর্ঘটনা ঘটে।

ন্যাশনাল গার্ড সূত্রে জানা গেছে, কার্গো প্লেনটি পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডের অন্তর্গত ছিল। এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল।

এক বিবৃতিতে জর্জিয়া এয়ার ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন জেফরি বেজোর জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এর আগে নিহতদের নাম পরিচয় প্রকাশ করা হবে না।

পুয়ের্তো রিকো ন্যাশনাল গার্ডের মুখপাত্র বলেন, আমরা পাঁচজন ক্রু মেম্বার ও চারজন যাত্রীসহ মোট নয়জনের মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত হয়েছি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer