Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার হুমকি উ.কোরিয়ার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ২৬ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার হুমকি উ.কোরিয়ার

ঢাকা : উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশের বিরুদ্ধে ঘোষণা করেছেন। ফলে, তিনি বলেন, মার্কিন বোমারু বিমানে গুলি করার অধিকার রয়েছে তাদের।

নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এই হুমকি দিয়েছেন।
উত্তর কোরিয়ার মন্ত্রী বলেন, এমনকী মার্কিন যুদ্ধ বিমান যদি তার দেশের আকাশ সীমার বাইরেও থাকে তাহলেও সেগুলোকে হুমকি হিসাবে বিবেচনা করা হবে।

"সারা বিশ্ব এটাই দেখবে যে যুক্তরাষ্ট্রই প্রথম যুদ্ধ ঘোষণা করেছে।"

গত কদিন ধরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিম জং আনের সরকারের মধ্যে অব্যাহত বাকযুদ্ধের মাঝে রোববার কোরীয় উপদ্বীপের কাছে অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমানের টহল দেওয়ার ছবি পেন্টাগনের সূত্রে সংবাদমাধ্যমে ছাপা হয়।

এই প্রেক্ষাপটেই উত্তর কোরিয়ার কাছ থেকে সোমবার এই হুমকি দেয়া হলো।
তবে দুই দেশের মধ্যে এখনই যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা নাকচ করছেন অধিকাংশ পর্যবেক্ষক।বিবিসি বাংলা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer