Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মার্কিন পণ্যে ইউরোপের পাল্টা শুল্ক আরোপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:২৯, ২৩ জুন ২০১৮

আপডেট: ০৯:২৭, ২৩ জুন ২০১৮

প্রিন্ট:

মার্কিন পণ্যে ইউরোপের পাল্টা শুল্ক আরোপ

ঢাকা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতিকে কেন্দ্র করে বাণিজ্যযুদ্ধ প্রায় বেঁধেই গেল। যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধ নিতে কয়েক হাজার কোটি ডলারের মার্কিন পণ্যে আমদানি শুল্ক বসানোর জন্য যে ঘোষণা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দিয়েছিল, শুক্রবার থেকে তা কার্যকর হয়েছে। এসব পণ্যের মধ্যে হুইস্কি থেকে শুরু করে আছে মোটরসাইকেল ও কমলার জুসও।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ জাংকার বলেছেন, অন্যান্য দেশের পণ্যে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে, তা ‘যুক্তি ও ইতিহাসের পরিপন্থী’। আয়ারল্যান্ডের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি আরো বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সুরক্ষায় যা যা করণীয়, তার সবই আমরা করব।’ ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লা মায়ার বলেছেন, ‘মার্কিন পণ্যে শুল্ক আরোপ ছিল ট্রাম্পের সিদ্ধান্তের অবধারিত পরিণতি।’

সূত্র : বিবিসি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer