Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ে অভিযুক্ত ১২ রুশ গোয়েন্দা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৩, ১৪ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ে অভিযুক্ত ১২ রুশ গোয়েন্দা

ঢাকা : ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ১২ রুশ গোয়েন্দাকে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগীয় তদন্ত সংস্থা। শুক্রবার মার্কিন বিচার বিভাগ এই তথ্য জানায়। 

মার্কিন বিচার বিভাগের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনটাইন জানান, অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে যে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্র্যাট দলের ওয়েবসাইট হ্যাক করেছিল তারা। এর মধ্যে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার ১২ জন গোয়েন্দার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তারা গোয়েন্দা সংস্থা জিআরইউর সদস্য।

তারা ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইলেও হামলা চালায়। বিচার বিভাগীয় তদন্ত সংস্থা স্পেশাল কাউন্সেল হ্যাকিংয়ের প্রমাণ পেয়েছে। তদন্ত দলের নেতৃত্বে আছেন রবার্ট মুলার।

২০১৬ সালের মার্চ থেকেই হিলারি ক্লিনটন এবং তার প্রচারণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ই-মেইল হ্যাকিং করা শুরু করে রাশিয়া। রড রোসেনটাইন জানান, হ্যাকিংয়ে রুশদের জড়িত থাকার প্রমাণ পেলেও কোনো মার্কিনীর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer