Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মামলা প্রত্যাহারে জাবি উপাচার্যকে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪০, ২৯ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মামলা প্রত্যাহারে জাবি উপাচার্যকে আল্টিমেটাম

সাভার : উপাচার্যের বাসভবন ভাঙচুর, শিক্ষক লাঞ্ছনার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২ শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার ও হল খুলে দেওয়ার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে পাঁচদিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।

সোমবার বিকাল ৩টার দিকে উপাচার্যের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করে এই আল্টিমেটাম দেন ঐক্যমঞ্চের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা।

আগামী ৩ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে ৪ জুন মানববন্ধন করা হবে বলে জানিয়েছেন ঐক্যমঞ্চের মুখপাত্র রায়হান রাইন।

সোমবার বিকেল পৌনে ৩টার দিকে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক সাঈদ ফেরদৌস, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলি উপাচার্যের বাসভবনে যান। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer