Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মানিকগঞ্জের উমা হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ১৮:২৮, ৬ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মানিকগঞ্জের উমা হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ :  মানিকগঞ্জের আলোচিত উমা দেবী হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তিনি ইত্তেফাকের সিংগাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তীর মা। 

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফাইজুল কবির ৩ আসামির উস্থিতিতে ৫ জনের বিরুদ্ধে ডাকাতি ও হত্যার অভিযোগে এই মৃত্যুদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. ইছহাক ভুইয়া, ঈমান আলী ফকির, বাচ্চু মিয়া, সহিদুল ইসলাম ও নান্নু মিয়া। এদের মধ্যে ইমান আলী ও নান্নু মিয়া পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৯ আগস্ট রাত দুইটার দিকে সিংগাইরের মধ্যপাড়া গ্রামে উমা দেবীর বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে। এসময় ডাকাতরা মালামাল লুট করার সময় উমা দেবী বাধা দিলে তাকে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পরদিন উমা দেবীর ছেলে মানবেন্দ্র চক্রবর্তী বাদী হয়ে সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তিন আসামিকে আটক করলেও অপর দুইজন পলাতক থাকে। পুলিশ ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer