Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ০২:১২, ১৭ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা

ঝালকাঠি : মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আল আরাফা ইসলামী ব্যাংকের আয়োজনে ঝালকাঠিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঝালকাঠি জেলা প্রসাশকের সভাকক্ষে এ কর্মশালা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইনস্টিটিউটের উপ মহাব্যবস্থাপক এবিএম জহিরুল হুদা।

আল-আরাফা ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আল-আরাফা ইসলামী ব্যাংকের ট্রেনিং অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউটের প্রিন্সিপ্যাল নূরুল ইসলাম খলিফা।

এতে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. মাসুদ রানা, আল-আরাফা ইসলামী ব্যাংকের খুলনা জোনাল হেড মঞ্জুরুল আলম প্রমুখ। কর্মশালায় ঝালকাঠি ও পিরোজপুর জেলার ৪৯টি তফশিলি ব্যাংকের ব্যবস্থাপক ও বেমেলকো কর্মকর্তারা নিয়ে ৫০ জন অংশগ্রহণ করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer