Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

মানবতাবিরোধী অপরাধ : খুলনার ৭ আসামীর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ৮ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মানবতাবিরোধী অপরাধ : খুলনার ৭ আসামীর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

ঢাকা : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে খুলনার আমজাদ হোসেন হাওলাদারসহ (৭৫) সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষে পূর্নাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

অপর ছয় আসামী হলেন- মোজাহার আলী শেখ (৬৫), মো. সহর আলী সরদার (৬৫), মো. আতিয়ার রহমান শেখ (৭০), মো. মোতাছিম বিল্লাহ (৮০), মো. কামাল উদ্দিন গোলদার (৬৬) ও মো. নজরুল ইসলাম (৬০)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুালের তদন্ত সংস্থার ধানমন্ডি কার্যালয়ে সংস্থার জেষ্ঠ্য কর্মকর্তা মো. সানাউল হক এক ব্রিফিং-এ আজ প্রতিবেদনটি প্রকাশ করেন। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন গুলি করে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও অপহরণের চারটি অভিযোগ আনা হয়েছে। আসামীদের মধ্যে মো. নজরুল ইসলাম পলাতক রয়েছেন।

গনমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আজ সানাউল হক ট্রাইব্যুনালে যেসব মামলা বিচারধীন আছে তা নিস্পত্তি করতে দুইটি ট্রাইব্যুনালে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer